সিলেট ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৪
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৩ মে ২০২৪ : কেন্দ্রীয় ১৪ দলের সভা আজ বৃহস্পতিবার (২৩ মে ২০২৪) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম ১৪ দলের আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে।
সূত্র বলছে, বৈঠক থেকে বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ১৪ দলীয় জোটের অবস্থান এবং কর্মকাণ্ড কী হবে সে বিষয়েও দিকনির্দেশনা আসতে পারে।
দীর্ঘ প্রায় ছয় মাস পর জোটনেত্রী শেখ হাসিনার সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের শীর্ষ নেতাদের সভা হতে যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কী বার্তা দেবেন তার দিকে তাকিয়ে আছেন জোটের শরিক দলগুলো। আগের রূপে ফিরে আসবে নাকি ১৪ দল নিষ্ক্রিয় হয়ে যাবে। নাকি আওয়ামী লীগের সঙ্গে থেকে রাজনৈতিক ভূমিকা পালন করবে তা নির্ধারিত হবে বৈঠকে।
১৪ দলের একাধিক শরিক দলের কেন্দ্রীয় নেতারা জানান, বিগত জাতীয় নির্বাচনে আসন বণ্টন, নির্বাচনের ফল ও পরে সরকার গঠন নিয়ে জোটের শরিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। জোটের শীর্ষ নেতাদের মধ্যে অনেকেই প্রকাশ্যে বলেছেন যে ১৪ দল আগের মতো কার্যকর নেই।
খোঁজখবর নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর কাছে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেও তার মূল্যয়ান হয়নি এবং ১৪ দল আগের তুলনায় তেমন সক্রিয় নেই। তারা সক্রিয় রাজনীতি করতে চান। তাই ১৪ দলের নেতারা এবার জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিভিন্ন বিষয়ে দাবি দেবেন। এজন্য জোটনেত্রী শেখ হাসিনার সঙ্গে সভার আগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা ও বৈঠক করেছেন শরিক দলের কয়েকজন শীর্ষ নেতা। ১৪ দলের সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের রাজধানীর বাসায় গত মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভা আহ্বান করেন কমরেড রাশেদ খান মেনন। কমরেড রাশেদ খান মেনন ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, তরিকত ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আলী ফারুক।
বৈঠক সম্পর্কে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠক বলতে কিছু বিষয়ে নিজেরা পরামর্শ করেছি।
১৪ দল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত পাঁচ-ছয় বছর ধরে ঢাকার বাইরে কোথাও ১৪ দলকে সক্রিয় করার কোনো উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ। জোটের প্রধান শরিক হিসেবে আওয়ামী লীগের কাছে শরিকদের প্রত্যাশা হলো জেলা-উপজেলায় ১৪ দলের ঐক্যকে কার্যকর করা, একসঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা।
জেলা-উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটিতেও ১৪ দলের শরিক দলগুলোর প্রতিনিধি রাখা হয় না। এই বিষয়গুলো শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হবে। বৈঠকে জোটের শরিকরা শেখ হাসিনার কাছে রাজনৈতিক সুবিধা, মূল্যায়ন এসব দাবি করবে। সরকারের গত মেয়াদ থেকে আওয়ামী লীগ একাই মন্ত্রিসভা গঠন করে আসছে। সেখানে শরিকদের কাউকে রাখা হচ্ছে না। এবার মন্ত্রিসভায় রাখার আহ্বান জানানো হবে। তবে জোট ভেঙে নয় ঐক্যবদ্ধভাবেই থাকতে চায় ১৪ দলের নেতারা।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ১৪ দলের নেতারা সবাই ঐক্যবদ্ধ আছেন, থাকবেন। নির্বাচনের পর প্রথম বৈঠক হবে প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানে ১৪ দলের রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ১৪ দলের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D