সিলেট ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০
স্টাফ রিপোর্টার:
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এমসি কলেজের বর্ষ সমাপনী সভা কলেজের ইংরেজী বিভাগের হল রোমে অনুষ্ঠিত হয়। ২৪ জুন সোমবার বিকেলে ক্লাব সভাপতি রো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রো. আব্দুল আজিজ। সম্মিলিত ভাবে জাতীয় সংগীত পাঠ শেষে রোটার্যাক্ট প্রত্যয় পাঠ করেন রোঃ তানিম।
প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব জালালাবাদ এর সভাপতি রোটারিয়ান মাসুদ আহমেদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শফিউল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব জালালাবাদ এর ইয়ুথ সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান মুহাম্মদ মনজুর আল বাছেত। আরও উপস্থিত ছিলেন পিডিআরআর রোটারিয়ান শাহ জুনেদ আলী।
সভায় ক্লাব সভাপতি রোঃ আমিনুল ইসলাম মোট ৭৩ টি প্রজেক্ট উপস্থাপন করেন। ক্লাবের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা। এতে শ্রেষ্ঠ রোটার্যাক্টর নির্বাচিত হন রোটার্যাক্টর আলাউর রাহমান, প্রোমাইজিং রোটার্যাক্টর নির্বাচিত হন রো. তানভির মাহফুজ তানিম, সর্বোচ্ছ রক্তদাতা পুরুস্কার রোঃ আব্দুল মোমিন, শ্রেষ্ঠ ডিরেক্টর নির্বাচিত হন রোঃ আনোয়ার হোসেন তপু।
প্রধান অথিতি বলেন, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এমসি কলেজের স্থায়ী প্রজেক্ট এবিসি স্কুল সহ ৭৩ টি প্রজেক্টের মাধ্যমে সমাজের বিভিন্ন স্থরের মানুষের মধ্যে সামাজিক পরিবর্তন আসবে।
প্রধান আলোচক প্রফেসর শফিউল ইসলাম বলেন এই সামাজিক কর্ম কান্ডের মাধ্যমে আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি এক্স রোঃ রফিকুল আলম রফিক, রোঃ সাইদুল করিম রেজা,রোঃ আবুল হাসান রাসেল, রো: রুহুল আমীন কমল প্রমুখ।
জেলা ৩২৮২ এর এডিআরআর রো: কৃপালী চৌধুরী রাহুল,রো: পরিমল পাল, জেলা সচিব রো: রাসেল আহমদ, রোঃ জহিরুল ইসলাম, রিজনাল রিপ্রেজেনটেটিভ রোঃ মাসুদুর রহমান, জোনাল রিপ্রেজেনটেটিভ রোঃ রাসেল আহমদ। অন্যান্য ক্লাবের সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির রোঃ তিলক, সাউথ সিটির রোঃ লোকমান, সেন্ট্রালের রো: আবির শেখ। আগামী বর্ষের সভাপতিদের মধ্য উপস্থিত ছিলেন এমসি কলেজের রোঃ লোকমান হোসেন বুলবুল, গ্রীন বাডসে রোঃ লায়েক, সেন্ট্রালের রোঃ রাসেন্দ্র । সচিবদের মধ্যে উপস্থিত ছিলেন এমসি কলেজের রোঃ দেলওয়ার হোসেন চৌধুরী, এলিগ্যান্সের রোঃ সুহিন এসআইউয়ের রোঃ অমিত প্রমুখ।
এছাড়াও ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুমিন, আনোয়ার হোসাইন তপু, আলাউর রহমান,মোঃ শাহ জাহান,রোঃ শিহাব,রোঃ ফাহিম, রোঃ আব্দুল আজিজ,রোঃ রাশেদ,রোঃ রায়হান, রোঃ এবি আজিজ, রোঃ কাজল ও দুলাল।
ক্লাব সভাপতি রোঃ আমিনুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বর্ষ সমাপনী সভা মুলতবি ঘোষনা করেন।
Show less
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D