খসরুজ্জামান খসরু এর কবিতা

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

খসরুজ্জামান খসরু এর কবিতা

পালাও

খসরুজ্জামান খসরু

জন্তু গুলো বাঁধছে সারি
দু’মিটার রেখে ফাঁক
রাস্হা ঘাটে মেলছেনা আর
জুটি জুটি ঝাঁক ।

ঘরের ভেতর মারছে কুলুপ
আৎকে উঠে নকে
দরজা খুলে সরে দাঁড়ায়
ধূরু ধূরু বুকে।

খুনের দাগ লুকাতে এবার
পরছে হাতে গ্লাবস
পাপের জিহবা লুকিয়ে ফেলতে
মুখে দিয়েছে মাস্কস।

কাশি দিলে ভড়কে উটে
এই বুঝি ফেলে ধরে
ছায়া দেখে রাস্তা পাল্টায়
পারলে ডুকে ঘরে।

হায়রে জন্তু দেখতে কিন্তু
সৃষ্টির সেরা জীব
পালায় পশুও দেখলে তারে
মহামারীর বিজ।

১৯ এপ্রিল , লন্ডন

এ সংক্রান্ত আরও সংবাদ