মুন্সীগঞ্জ প্রেসক্লাবে পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

মুন্সীগঞ্জ, ২৭ এপ্রিল ২০২০: মুন্সীগঞ্জ প্রেসক্লাবে মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করা হয়েছে। করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সাংবাদিকদের সুরক্ষার জন্য আল-মুসলিম গ্রুপের পক্ষ থেকে এই মেডিক্যাল

মুন্সীগঞ্জ প্রেসক্লাবে পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

ইকুইপমেন্ট প্রদান করা হয়।

আজ সকাল সাড়ে ১০ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে ক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে এসব মেডিকেল ইকুইপমেন্ট সামগ্রী (পিপিই ২০টি, হ্যান্ড স্যানিটাইজার ৪৮টি, হ্যান্ডগ্লাভস ২০০টি, মাস্ক ২৫০টি) হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকাসহ অন্যান্য সদস্যবৃন্দ।