সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ৩০ এপ্রিল ২০২০ : সুইডিস জলবায়ু এ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ ডেনিস ফাউন্ডেশন থেকে পাওয়া পুরস্কারের ১ লাখ ডলার কোভিড ১৯ মহামারি মোকাবেলায় ব্যবহারের জন্য জাতিসংঘের
শিশু তহবিলে (ইউনিসেফ) দান করেছেন।
ইউনিসেফ বৃহস্পতিবার এক বিবৃতিতে থুনবার্গের (১৭) বক্তব্য উদ্ধৃত করে জানায়,“ জলবায়ু সংকটের মতো করোনাভাইরাস মহামারি হচ্ছে শিশু অধিকারের সংকট।”
থুনবার্গ বলেন, “এটির কারণে সকল শিশু ক্ষতিগ্রস্ত হবে এবং এই প্রভাব দীর্ঘমেয়াদি হবে, তবে ঝুঁকিপূর্ণ গ্রুপ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে।”
তিনি বলেন,“আমি সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি এবং শিশুদের জীবন রক্ষায়,স্বাস্থ্য সুরক্ষায় ও শিক্ষা সুযোগ অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ কাজে ইউনিসেফকে সহযোগিতায় আমার সঙ্গে যোগ দেয়ার আহবান জানাচ্ছি।”
দারিদ্র্য বিরোধী ডেনিস বেসরকারী সংস্থা হিউম্যান এ্যাক্ট এই এক লাখ ডলার দানের অর্থ ইউনিসেফকে সরবরাহ করবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D