বীর্যে মিলল করোনার উপস্থিতির প্রমাণ! যৌন সঙ্গমেও ছড়াতে পারে ভাইরাস!

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মে ১১, ২০২০

বীর্যে মিলল করোনার উপস্থিতির প্রমাণ! যৌন সঙ্গমেও ছড়াতে পারে ভাইরাস!

বেইজিং (চীন), ১১ মে ২০২০ : বীর্যে মিলল করোনার উপস্থিতির প্রমাণ! যৌন সঙ্গমেও ছড়াতে পারে ভাইরাস!

এর আগেও বীর্যের মধ্যেই ইবোলা ও জিকা ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছিল।
টানা ৩৭ দিন করোনা-মুক্ত থাকার পর ফের চিনের উহানের অন্তত ২০ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ। কোনোভাবেই নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। সম্প্রতি গোটা বিশ্বে করোনায় মৃত্যুর হার কিছুটা কমলেও আক্রান্তের সংখ্যায় এখনও লাগাম দেওয়া যাচ্ছে না। এরই মধ্যে নতুন আশঙ্কার কথা শোনালেন চিনের চিকিৎসক, বিশেষজ্ঞরা। তাঁরা গবেষণা করে দেখেছেন, করোনা আক্রান্তের বীর্য রসেও মিলেছে ভাইরাসের উপস্থিতির প্রমাণ। বিজ্ঞানীর আশঙ্কা, যৌন সঙ্গমের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস!
জানা গিয়েছে, চিনের সাংকিউ মিউনিসিপাল হাসপাতালে ভর্তি হওয়া ৩৮ জন করোনা রোগীর বীর্য রস পরীক্ষা করে দেখেন চিকিৎসকরা। এঁদের মধ্যে ৬ জন রোগীর বীর্যে করোনাভাইরাস পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। বিজ্ঞানীদের দাবি, এর আগেও বীর্যের মধ্যেই ইবোলা ও জিকা ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছিল।
এর আগে চিনের উহানের (যেখানে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান মেলে) টংজি হাসপাতালের চিকিত্সকরা দাবি করেছিলেন, এই ভাইরাসে আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হতে পারে অণ্ডকোষ। ফলে বাড়তে পারে পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকিও! এ বার উহানেরই সাংকিউ মিউনিসিপাল হাসপাতালের চিকিৎসকরা করোনা সংক্রমণের নতুন আশঙ্কার কথা শোনালেন।
যদিও বিশ্বের বেশির ভাগ গবেষকই এখনই এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নন। ক্যুইনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, গবেষক শিনা লুইস জানান, এই গবেষণার পরিসর অত্যন্ত ক্ষুদ্র ও সীমিত। তাই এ বিষয়ে নিশ্চিত হতে আরও বিস্তর পরীক্ষার প্রয়োজন।