সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, মে ১২, ২০২০
বেনাপোল, ১২ মে ২০২০: বাংলাদেশে করোনার সংক্রমণ শুরুর আগেই জানুয়ারী মাসে বেনাপোলের কাস্টমস কমিশনারের আগাম প্রস্তুতি ও সাফল্যে দুই বাংলায় তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন হাজারো পাঠক ও শুভানুধ্যায়ী। ধন্যবাদ জানিয়েছেন কাস্টমস কমিশনার (যুগ্ম সচিব) বেলাল চৌধুরী। ফেসবুকে তিনি লিখেছেন, ‘স্বকৃতজ্ঞ ধন্যবাদ যাঁরা আমাদের কর্মকান্ডে আগ্রহী হয়েছেন। অসাধারণ অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছেন।’
‘বাংলাদেশে করোনা মোকাবেলায় প্রথম পদক্ষেপ নিয়ে সফল বেনাপোল কাস্টমস হাউজ’ শিরোনামে ‘অনুসন্ধানী প্রতিবেদন’ ফেসবুকে শেয়ার করেন কাস্টমস কমিশনার বেলাল চৌধুরী। তিনি শেয়ার করার পরই বাংলাদেশে এবং বিদেশে ভাইরাল হয়ে যায়। বিভিন্ন পেশার লোকজন শেয়ার করেন।
বাংলাদেশে করোনা শুরুর দুই মাস আগেই আগাম প্রস্তুতি গ্রহন করে বেনাপোল অঞ্চলের দুই লাখ মানুষকে রক্ষা করায় ব্রাজিল থেকে প্রবাসী ক্লাব সাওপাওলো শাখার সভাপতি এ এইচ এম খায়রুল ইসলাম কাস্টমস কমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিয়া নাজ।
জনপ্রিয় মডেল ও টিভি অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘আপনার এ ধরণের ভালো উদ্যোগ, সবাইকে উৎসাহিত করে।’ কাস্টমস কমিশনারকে উদ্দেশ্য করে কবি, লেখক ও শিল্পী শাওন চৌধুরী লিখেন, ‘আপনার দূরদর্শীতা এবং প্রজ্ঞা আসলে অনেক গভীর। মামুলী ধন্যবাদ আপনার বেলায় তুচ্ছ। আপনার মডেল অনুসরণ করলে গোটা দেশ বেঁচে যেত।’
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D