শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির চাল বিতরণ করলেন ড. মো: আব্দুস শহীদ এমপি

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির চাল বিতরণ করলেন ড. মো: আব্দুস শহীদ এমপি

সৈয়দ নোমান অাজমী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ মে ২০২০ : কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে জি আর চাল বিতরণ করা হয়েছে।

১৬ মে শনিবার সকালে উপজেলার কালিঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান জুয়েল প্রমুখ।
এসময় কালিঘাট ইউনিয়নের ৯টি চা বাগানের ৫০০ জন চা শ্রমিককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।