ঈদের নাটক দেখছিলাম

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২০

ঈদের নাটক দেখছিলাম

নুশরাত জাহান, ২৭ মে ২০২০ : ঈদের নাটক দেখছিলাম।  একটা নাটকেঃ এক ছেলে একদিনের পরিচয়ে এক মেয়ের নাম্বার ম্যানেজ করে তার সাথে দেখা করতে চাইল। মেয়েটা দেখা করতে এসে প্রথমে সেই ঝারি দিল ছেলেটাকে, তারপর যখন জানল ছেলেটা মিলিওনিয়ার, তখন সে জড়িয়ে ধরে সেলফি তোলার জন্য অস্থির আবদার শুরু করে দিল।

(এ পর্যন্ত দেখে চ্যানেল চ্যাঞ্জ করলাম)

আরেকটা নাটকেঃ বোন হঠাৎ জানতে পারল যে তার ভাই জঙ্গি ছিল এবং সে পুলিশের গুলিতে মারা গেছে। সে তার ফিয়ন্সিকে কল করে বলছে “প্লিজ, আমাকে এখান থেকে নিয়ে যাও, প্লিজ। আমার মাথাব্যাথা করছে, আমি পাগল হয়ে যাব এখানে থাকলে।” ছেলে বিয়ে করতে অসম্মতি প্রকাশ করল। তারপর মেয়ের রিপ্লাই “কী বলছ, কাল আমাদের গায়ে হলুদ।”
(টিভিই অফ করে দিলাম)

নাটকের প্রেক্ষিতে কথাঃ
প্রথম নাটকে মেয়েটির এই চরিত্র দিয়ে কি বুঝাল নাটকের রচয়িতা? মেয়েরা এরকম???
দ্বিতীয় নাটকে মেয়েটি নিজের ফ্যামিলি’র এই অবস্থায় বাবা-মা’র সাথে না থেকে বাসা থেকে চলে যেতে চাইল? ইভেন, ভাইয়ের মৃত্যুতেও গায়ে হলুদের ডেইট ফিক্সড থাকলো?

What I am feeling after watching these two dramas:
** What a pure humiliation of women characters!!
** What a sarcasm!!!
** That’s why we avoid watching Bangla natok!
** I have made my mood bad!

যাই হোক, নাটক তো নাটকই। কিন্তু, মাথায় রাখা উচিৎ যে এটা কিন্তু ইয়ং জেনেরেশানকে বিভিন্ন পজিটিভ/নেগেটিভ ম্যাসেজ প্রদান করার একটা মাধ্যমও বটে!

এ সংক্রান্ত আরও সংবাদ