বিকন ফার্মার এমডি এবাদুল করিম বুলবুল এমপি করোনা ভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

বিকন ফার্মার এমডি এবাদুল করিম বুলবুল এমপি করোনা ভাইরাসে আক্রান্ত

ঢাকা, ২৭ মে ২০২০: বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

তার বড় ভাই ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম মঙ্গলবার রাতে এ খবর জানান।
তিনি বলেন, “পাঁচ দিন আগে আমার ছোট ভাইয়ের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তার পর থেকে সে বাসাতেই চিকিৎসা নিচ্ছে। এখন ভালো আছে।”
এবাদুল করিম বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও আবাসন খাতের প্রতিষ্ঠান বিকন ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মা ২০০টির বেশি জেনেরিক ওষুধ এবং ক্যান্সারের ৬৫টি ওষুধ উৎপাদন করে।
এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকার কয়েকটি দেশে বিকনের ওষুধ রপ্তানি হয়। প্রায় ২ হাজার কর্মী এ কোম্পানিতে কাজ করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ