কাজী নজরুল ইসলাম ও কিছু ভাবনা (২)

প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২০

কাজী নজরুল ইসলাম ও কিছু ভাবনা (২)

হাফিজ সরকার, ২৮ মে ২০২০ :

সাম্যবাদী নজরুল তুমি!
ঘৃণিত অসঙ্গতিকে
তুমি উপড়ে ফেলবার মন্ত্র আওড়িয়েছ দৃপ্ত কন্ঠে!

মানুষকে মনুষ্যত্বের বন্ধনে বেধেছ তুমি !
সময়ের অসময়ের
চিরকালের কবি তুমি!
আমাদের হৃদয়ের ধন!
প্রেমকে জাগিয়ে রাখতে
সুরকে জাগিয়ে রাখতে
সংগিতকে জাগিয়ে রাখতে
ছন্দকে জাগিয়ে রাখতে
বিদ্রোহকে জাগিয়ে রাখতে
মানবতাকে জাগিয়ে রাখতে
সাম্যকে জাগিয়ে রাখতে
তুমি চির জাগরুক থাকো
বাংগালীর অন্তরে!

তোমাকে শতকোটি সালাম
হে বিদ্রোহী বীর নজরুল!!

“উঠিয়াছি চির বিস্ময় আমি
বিশ্ব বিধাত্রীর!!”

হে বিদ্রোহী কবি,
তোমায় প্রণতি!!
তুমি এসেছিলে ক্ষণিকের অতিথি হয়ে!
অন্যায়ের বিরুদ্ধে তোমার উচ্চ কন্ঠ আধমরাদের ঘা মেরে জাগিয়েছো !

(হাফিজ সরকার)

এ সংক্রান্ত আরও সংবাদ