সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, মে ২৮, ২০২০
অাজম মিজান, শ্রীমঙ্গল, ২৮ মে ২০২০: শ্রীমঙ্গলের ইস্পাহানী জেরিন চা বাগানের অবসরপ্রাপ্ত চা শ্রমিক বীর মুক্তিযোদ্ধা মুজেস চিসিম মৃত্যু বরণ করেছেন।
বুধবার ২৭ মে বার্ধক্যজনিত কারণে তিনি পরলোকগমন করেন৷ এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাধিস্থ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ও জেলা পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানান।
স্বর্গীয় মুজেস চিসিম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশের পক্ষে সম্মুখ সমরে অংশ নেন। তিনি দীর্ঘদিন যাবত দেশের শীর্ষ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্পাহানি কোম্পানির শ্রীমঙ্গলের জেরিন চা বাগানে কর্মরত ছিলেন।
এদিকে মুজেস চিসিম ও মুক্তিযোদ্ধা বিকাশ দত্তের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান শ্রীমঙ্গল ইউনিট এর নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা মুজেস চিসিম ও মুক্তিযোদ্ধা বিকাশ দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D