সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২০
শফিকুল ইসলাম সিকদার, ৩১ মে ২০২০ : জামিল তোমার চেতনা ভুলি নাই ভুলবো না৷ অাজ ৩১ মে শহীদ ডাক্তার জামিল আক্তার রতনের ৩২তম মৃত্যু বার্ষিকী’র দিনে গভীর শ্রদ্ধাঞ্জলি৷ ছাত্র রাজনীতির সদ্য একজন কর্মী হিসাবে সান্ধ মিছিলের তীব্র উপকণ্ঠা আর প্রতিশোধের বারুদ আওয়াজ একটা করে শিবির ধরো সকাল বিকাল নাস্তা করো, ধর্ম নিয়ে রাজনীতি করিস নারে জামাতি, মাগো তোমায় কথা দিলাম ভাই হারানোর বদলা নিবো, চেতনার মহামিল জামিল জামিল ৷
সদ্য স্বাধীন বাংলাদশের রাজনীতিতে মহান মুক্তিযুদ্ধে’র অর্জন ও চেতনার ভিত্তি মূলে আঘাত হানতে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামাত শিবির রাষ্ট্র ক্ষমতার পালাবদলে জালানী কাঠের ভুমিকায় ভিতরে ভিতরে শক্তিশালী হয়ে উঠে প্রথম সামরিক শাসক জেনারেল জিয়ার হাত ধরে এবং পরবর্তিতে আর এক সামরিক স্বৈরাচার এরশাদের অাশীর্বাদে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নরঘাতক জামাতা শিবিরের উত্থান৷ শাসক স্বৈরাচার এরশাদ রাষ্ট্র ক্ষমতা পাকাপোক্ত করার হীন উদ্দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠায় আইন প্রনয়ণ করার মধ্যদিয়ে জামাত শিবির সহ অন্যান্য উগ্র ধর্মভিত্তিক শক্তির উদ্দেশ্য পূর্ন হবার পথ প্রশস্ত হয় এবং ৩১ সে মে ছিল সেই কালো আই এর বিরুদ্ধে অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মানে লড়াকু সংগঠন ছাত্র মৈত্রীর রাজশাহী মেডিকেলের মেধাবী ছাত্রনেতা জামিল আক্তার রতনকে হত্যা ছিল জামাত শিবিরের প্রথম আঘাত ৷
এই তো সেদিন তবু সময় পরিক্রমায় ৩২ বছর পেরিয়ে আজও আমরা যারা জামিলের চেতনার পথ ধরে জীবনের শ্রেষ্ঠ সময়সূচীতে দাঁড়িয়ে শোষন -বৈষম্যহীন আধুনিক সামাজিক ন্যাযতা ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বুকে ধারন করি তাদের সাংগঠনিক ও রাজনৈতিক দায় আজকে আরও অনেক বেশি প্রাসঙ্গিক হয়েছে ৷ জামিল তুমি ঘুমাও আমরা আছি সংগ্রামে অবিচল ৷
লেখকঃ
সাবেক সহসভাপতি, বাংলাদেশ ছাত্র মৈত্রী
সম্পাদক, ফুলবাড়ী ওয়ার্কার্স পার্টি
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D