অকল্পনীয় দৃশ্য …… সব লড়াইগুলি এভাবেই শেষ হোক! প্রমানিত হোক, মাথা নীচু করা মানেই হেরে যাওয়া নয়….

প্রকাশিত: ৫:৩২ পূর্বাহ্ণ, জুন ২, ২০২০

অকল্পনীয় দৃশ্য …… সব লড়াইগুলি এভাবেই শেষ হোক! প্রমানিত হোক, মাথা নীচু করা মানেই হেরে যাওয়া নয়….

Manual8 Ad Code

মায়ামি (মার্কিন যুক্তরাষ্ট্র), ০২ জুন ২০২০ : জর্জ ফ্লয়েডের মৃত্যুতে ক্ষোভের আগুনে জ্বলছিল গোটা মার্কিন মুলুক, ভয়ে গোটা রাত বাঙ্কারে কাটাচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি! #BlackLivesMatter হ্যাশট্যাগে উত্তাল হয়েছিল গোটা পৃথিবী!

Manual2 Ad Code

মার্কিন যুক্তরাষ্ট্রের আর পাঁচটা শহরের মতই প্রতিবাদে জ্বলছিল #মায়ামিও! মায়ামির পথে নেমেছিলেন হাজার হাজার বিক্ষোভকারী! কিন্তু বিক্ষোভকারীরা বোধহয় স্বপ্নেও ভাবেননি তাঁরা এরকম একটা দৃশ্য দেখতে চলেছেন!

Manual8 Ad Code

আজ বিক্ষোভকারীদের সামনে হাঁটু মুড়ে বসে, মাথা নীচু করে ফ্লয়েডের মৃত্যুর জন্য ক্ষমা চেয়ে নিল মায়ামি পুলিশ! মূহুর্তে স্তব্ধ হল সব বিক্ষোভ! যে কৃষ্ণাঙ্গ ছেলে মেয়েদের চোখে গত ছ’দিন যাবৎ জ্বলছিল ক্ষোভের আগুন মুহুর্তে সেটা বদলে গেল চোখের জলে। সবাই একে একে গলা জড়িয়ে ধরলেন পুলিশ অফিসারদের!
ছদিনের লড়াই শেষ, যুযুধান দুপক্ষের চোখেই তখন জল!

Manual5 Ad Code

জর্জ ফ্লয়েড ছ’দিন আগেই অমরত্ব পেয়েছেন আর আজ অমরত্ব পেল এই ছবিগুলি!
পৃথিবীর সব লড়াইগুলি একদিন এভাবেই শেষ হোক! প্রমানিত হোক, মাথা নীচু করা মানেই হেরে যাওয়া নয়…. ❤

#Salute
সংগৃহীত।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ