সিলেট ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ পূর্বাহ্ণ, জুন ২, ২০২০
মায়ামি (মার্কিন যুক্তরাষ্ট্র), ০২ জুন ২০২০ : জর্জ ফ্লয়েডের মৃত্যুতে ক্ষোভের আগুনে জ্বলছিল গোটা মার্কিন মুলুক, ভয়ে গোটা রাত বাঙ্কারে কাটাচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি! #BlackLivesMatter হ্যাশট্যাগে উত্তাল হয়েছিল গোটা পৃথিবী!
মার্কিন যুক্তরাষ্ট্রের আর পাঁচটা শহরের মতই প্রতিবাদে জ্বলছিল #মায়ামিও! মায়ামির পথে নেমেছিলেন হাজার হাজার বিক্ষোভকারী! কিন্তু বিক্ষোভকারীরা বোধহয় স্বপ্নেও ভাবেননি তাঁরা এরকম একটা দৃশ্য দেখতে চলেছেন!
আজ বিক্ষোভকারীদের সামনে হাঁটু মুড়ে বসে, মাথা নীচু করে ফ্লয়েডের মৃত্যুর জন্য ক্ষমা চেয়ে নিল মায়ামি পুলিশ! মূহুর্তে স্তব্ধ হল সব বিক্ষোভ! যে কৃষ্ণাঙ্গ ছেলে মেয়েদের চোখে গত ছ’দিন যাবৎ জ্বলছিল ক্ষোভের আগুন মুহুর্তে সেটা বদলে গেল চোখের জলে। সবাই একে একে গলা জড়িয়ে ধরলেন পুলিশ অফিসারদের!
ছদিনের লড়াই শেষ, যুযুধান দুপক্ষের চোখেই তখন জল!
জর্জ ফ্লয়েড ছ’দিন আগেই অমরত্ব পেয়েছেন আর আজ অমরত্ব পেল এই ছবিগুলি!
পৃথিবীর সব লড়াইগুলি একদিন এভাবেই শেষ হোক! প্রমানিত হোক, মাথা নীচু করা মানেই হেরে যাওয়া নয়…. ❤
#Salute
সংগৃহীত।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D