সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ণ, জুন ২, ২০২০
জাকির তালুকদার, ০২ জুন ২০২০ : নিৎসে ছিলেন হিটলারের অফিসিয়াল দার্শনিক। নিৎসের ‘অতিমানব’ প্রত্যয় থেকেই হিটলার এবং নাৎসি পার্টি গ্রহণ করেছিল ‘বিশুদ্ধ আর্য জার্মান রক্তে’র ধারণা।
অনেকেই বলেছেন– হিটলার ভুল ব্যাখ্যা করেছে নিৎসের ‘অতিমানব’ ধারণাটির। তা নিয়ে আমরা আরেকদিন কথা বলব।
নারী সম্পর্কে নিৎসের কথা শুনলে মনে হবে আমরা ‘মনুসংহিতা’ পড়ছি। নিৎসের ভাষায় নারী হচ্ছে–
১. বীরপুরুষের অবসর বিনোদনের উপায়মাত্র, বড়জোর সঙ্গিনী।
২. নারীর একমাত্র ভালো কাজ হচ্ছে বীর পুত্রসন্তানের জন্ম দেওয়া।
৩. ‘যখন যাবে নারীর কাছে, লাঠি একটা রাখবে কাছে।’
খুব উন্নাসিক ছিলেন তিনি। নারীর কাছে নত হতে হবে বলে কাউকে প্রেমের প্রস্তাব দিতেন না বা বিয়ের কথাও বলতেন না। শরীরের চাহিদা মেটাতে যেতেন পতিতালয়ে। ফলে যথারীতি আক্রান্ত হয়েছিলেন সিফিলিসে।
তবে প্রাজ্ঞ বয়সে এসে ঠিকই পড়েছিলেন অসাধারণ এক নারীর প্রেমে। তার নাম লু সালোমে। সুন্দরী, ধনী, যৌবনবতী, দর্শন এবং শিল্পে আগ্রহী লু সালোমে-র প্রেমে পড়েছিলেন তার পিতার বয়সী দুইজন মানুষ। একজন নিৎসে। অপরজন ফ্রয়েড।
লু সালোমে নিৎসে-কে সুযোগ দিয়েছিলেন তার সাথে এক বাড়িতে ১৫ দিন কাটানোর। তবে শরীর স্পর্শ করার সুযোগ দেননি। পুরো সময় ধরে তারা দর্শনের আলাপ করেছিলেন।
বেচারা নিৎসে!
লু সালোমে প্রেমে পড়েছিলেন তার চেয়ে বয়সে ছোট কবি রাইনার মারিয়া রিলকে-র।
অনেকেরই ধারণা, তরুণ বয়সে নারীর প্রেমে বঞ্চিত হয়েই হয়তো নিৎসে এতটা নারী বিদ্বেষী হয়েছিলেন?
আহা নারী! আহা প্রেম!
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D