সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২০
ঢাকা, ০৫ জুন ২০২০ : কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ আজ ৫ জুন এক বিবৃতিতে করোনায় আক্রান্ত জোটের মুখপাত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণ সংক্রান্ত সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তারা বলেন, এক এগারোর সেনা শাসনে তার ওপর যে নির্যাতন চালানো হয় ফলে সে সময় তার স্ট্রোক হয়েছিল। ভালো হয়ে উঠলেও সেই নির্যাতনের পরিণাম এখন বহন করছে। এবং করোনায় আক্রান্ত হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন যে, এটা আশার কথা ইতিমধ্যেই নিউরো সার্জন তার মস্তিষ্কে অস্ত্রপচার করাও হয়েছে এবং এটা আশা করা যায় যে, তিনি সুস্থ হয়ে উঠবেন। নেতৃবৃন্দ তার দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন:-রাশেদ খান মেনন এমপি; সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, হাসানুল হক ইনু এমপি; সভাপতি, জাসদ, দিলীপ বড়ুয়া; সাধারণ সম্পাদক, বাংলাদেশের সাম্যবাদী দল, শরীফ নুরুল আম্বিয়া; সভাপতি, জাসদ, শেখ শহিদুল ইসলাম; সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি (মঞ্জু), ডাঃ শাহাদত হোসেন; সাধারণ সম্পাদক, গণতন্ত্রী পার্টি, সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারি এমপি; চেয়ারম্যান, বাংলাদেশ তরিকত ফেডারেশন, ইসমাইল হোসেন; ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ন্যাপ, ডা. ওয়াজেদুল ইসলাম খান; যুগ্ম আহ্বায়ক, কমিউনিস্ট কেন্দ্র, এ্যাড. এস কে শিকদার; সভাপতি, গণআজাদী লীগ, রেজাউর রশিদ খান; আহ্বায়ক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, জাকির হোসেন; সভাপতি, গণতান্ত্রিক মজদুর পার্টি।
করোনায় আক্রান্ত ১৪ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণ সংক্রান্ত সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D