শিবচর উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খানের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক প্রকাশ

প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২০

শিবচর উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খানের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক প্রকাশ

ঢাকা, ১১ জুন ২০২০: মাদারীপুর জেলার শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন খান মারা গেছেন।

বুধবার বিকাল ৫:১৫ মিনিটে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শামসুদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি শামসুদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এছাড়াও আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমও মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শিবচর উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ