সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
ঢাকা, ১৩ জুন ২০২০ : বর্ণবাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের এই লড়াই ইতোমধ্যে মার্কিন প্রশাসনে ফাটল সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।
শনিবার (১৩ জুন) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে যুক্তরাষ্ট্রে বর্ণবাদী হামলার প্রতিবাদে ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত প্রতিবাদ সমাবেশে ভিডিওর মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা মোতায়েনের হুমকি খোদ পেন্টাগন বিরোধিতা করেছে। বিরোধিতা করেছে ট্রাম্প প্রশাসনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী।
তিনি আরও বলেন, মার্কিন বর্ণবাদী ব্যবস্থার ভিত অত্যন্ত গভীরে। বারবার আঘাতেও একে বিশেষ টলানো যায়নি। ষাটের দশকের আন্দোলনে সেগ্রেগেশন প্রথা বাতিল হলেও এখনও এক বড় অংশের মানুষ ওই ঘৃণাকে মনে পুষে রেখেছে। আর নির্বাচনে বিজয়ের জন্য ট্রাম্প এই শ্বেতশ্রেষ্টতা পরিকল্পিতভাবে উস্কে দিচ্ছে।
সরকারের সমালোচনা করে মেনন বলেন, বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতিতে বর্ণবাদ বিরোধীতার অঙ্গীকার রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশ সরকার ও তার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সামান্যতম কোনো মন্তব্য করে নাই। সাম্প্রতিক অতীতে ফিলিস্তিনে ইহুদীবাদীদের গণহত্যা ও ট্রাম্প প্রশাসনের প্যালেস্টাইনকে টুকরো টুকরো করে ইসরাইলী স্বার্থরক্ষায় প্রণীত শান্তি প্রস্তাবকেও নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকার। দেশের গণতান্ত্রিক শক্তিসমূহ অতীতে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাও বর্তমানে অনুপস্থিত। করোনা সংক্রমণ এ পথে বাধা হলেও এ ধরনের নিরবতা বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থী।
রাশেদ খান মেনন তার বক্তব্যে ১৪ দলের সমন্বয়ক জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
আরও বক্তব্য দেন পার্টির পলিটব্যুরোর সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, কমরেড কামরূল আহসান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়, সাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির ঢাকা মহানগরের সভাপতি কমরেড আবুল হোসাইন।
স
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D