সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২০
শ্রীমঙ্গল, ২১ জুন ২০২০: শ্রীমঙ্গলের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রোগমুক্তি ও সুস্থতার জন্য গীতাপাঠ ও বিশেষ প্রার্থনা করা হয়েছে। এবং ভোগ নিবেদন শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেছেন লাইট হাউসের স্বত্বাধিকারী সুধীর চাষা।
শ্রীমঙ্গলের শ্রী শ্রী দূর্গাবাড়ি নাট মন্দিরে সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, হিন্দু খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্তও সহধর্মিনী করোনার ভাইরাসে আক্রান্ত হওয়ায় রোগ মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
২০ শে জুন শনিবার উপজেলার শ্রী শ্রী দূর্গাবাড়ি নাট মন্দিরে রাতে সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি ও হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত ও উনার সহধর্মিনী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় অমাবস্যা তিথিতে উনাদের রোগ মুক্তির জন্য কালী পূজো ও প্রার্থনা সভা অনুষ্টিত হয়।
প্রার্থনা সভার শুরুতে দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি ডাঃ সাধন চন্দ্র ঘোষের স্ত্রী নীলিমা ঘোষের মৃত্যুতে তার অাত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রার্থনা সভা পরিচালনা করেন দুর্গা বাড়ির পুরোহিত শ্রী সজল চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ শ্রীমংগল উপজেলা শাখার আহবায়ক ও দুর্গাবাড়ি পরিচালনা পরিষদের সম্পাদক দ্বিজেন্দ্র লাল রায়, হিন্দু মহাজোট শ্রীমঙ্গল শাখার সভাপতি ও দুর্গাবাড়ি পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক দেবাশীষ সেন গৌতম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, দুর্গাবাড়ি পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ নিতাই দেব, দুর্গাবাড়ী পূজা উদযাপন পরিষদের সম্পাদক অসীম পাল শ্যামল সুভাষ কুর্মী, চিত্ত রঞ্জন দেব, মতিলাল পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D