পলাশী হপ্তার ভাবনা – ভারত ক্রমশ চিনের উপনিবেশে পরিণত হবে

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২০

পলাশী হপ্তার ভাবনা – ভারত ক্রমশ চিনের উপনিবেশে পরিণত হবে

বিশ্বেন্দু নন্দ, কলকাতা (ভারত), ২২ জুন ২০২০ : দয়ানন্দ স্ট্যালিনের ছবি। পশ্চিমঘাট পর্বতমালা ভারতের ফুসফুস। এখান থেকে লৌহ আকর চিনে যাচ্ছে, পণ্য তৈরি হয়ে ভারতে আসছে। যেভাবে উপনিবেশ কাজ করে সেই মডেল। ভারত নিজের ফুসফুস কেটে চিনকে সম্পদশালী বানাচ্ছে, ঠিক যেমন করে ইওরোপকে ধনী বানিয়েছিল দক্ষিণ এশিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ