যমুনা টিভির নাজমুল হোসেনসহ অপর দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

প্রকাশিত: ৬:০১ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২০

যমুনা টিভির নাজমুল হোসেনসহ অপর দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম), ২৪ জুন ২০২০ : যমুনা টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নাজমুল হোসেনসহ অপর দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ মানববন্ধন করা হয়।
প্রেসক্লাব উলিপুরের উদ্যোগে অায়োজিত এ মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক উত্তম কুমার কুমার সেনগুপ্ত লক্ষ্মণ, সদস্য সচিব আল এনায়েত করিম রনি, সিনিয়র সাংবাদিক আতিক রহমান, মমিনুল ইসলাম, ইউনুস আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত দুজন আসামীকে গ্রেফতার করা হলেও অন্যান্য আসামীরা ঘুরে বেড়াচ্ছে। দ্রুত বাঁকীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁনে যমুনা টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নাজমুল হোসেনসহ অপর দুই সহকর্মীর ওপর গত ২০ জুন দুপুরে সন্ত্রাসী হামলার শিকার হন।

এ সংক্রান্ত আরও সংবাদ