ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে তরীকত ফেডারেশনের শোক প্রকাশ

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২০

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে তরীকত ফেডারেশনের শোক প্রকাশ

ঢাকা, ২৬ জুন ২০২০: ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সাামীম মোহাম্মদ আফজাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, আত্মীয়-স্বজন সহ অনেক গুনগ্রাহি রেখে গেছেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের সাবেক কর্মকর্তা মো. আজাদ আলী এই তথ্য জানিয়েছেন।

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক ও অাহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রহমান পুর দরবার শরীফের গদ্দীনশীন পীর শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ