পাটকল রক্ষায় ১ জুলাই সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় শ্রমিক ফেডারেশন

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

পাটকল রক্ষায় ১ জুলাই সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় শ্রমিক ফেডারেশন

ঢাকা, ২৮ জুন ২০২০ : সরকার কর্তৃক রাষ্ট্রায়াত্ব খাতে পাটকল বন্ধ করা এবং কথিত গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ও পাট শিল্প এবং শ্রমিক রক্ষার দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন।

আগামী ১ জুলাই বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।

আজ ২৮ জুন রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান।

করোনাভাইরাস পরিস্থিতিতে চলমান স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সারাদেশে জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি সৈয়দ অামিরুজ্জামান।