রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন রোটারিয়ান মিঠন পাল

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন রোটারিয়ান মিঠন পাল

শ্রীমঙ্গল, ০১ জুলাই ২০২০ : রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন রোটারিয়ান মিঠন পাল। এছাড়াও ২য় বারের মতো সেক্রেটারি রোটারিয়ান শাহ আরিফ আলী নাসিম।

শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ রোটারি কমপ্লেক্সে আজ দুপুরে হতদরিদ্র ৬০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ করেন শ্রীমঙ্গল বিএমএ সভাপতি ও রোটারিয়ান ডা: হরিপদ রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রোটা. সৈয়দ আতিকুল আম্বিয়া সুমন, সেক্রেটারি রোটা. শাহ আরিফ আলী নাসিম, রোটা. অবিনাশ আচার্য, রোটা. সুব্রত দেব, রোটা. লিটন পাল।
বৃক্ষরোপন কর্মসূচী মাধ্যমে বিকেলের অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন রোটা. জামাল উদ্দিন আহমেদ, রোটা. সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটা. মসিউর রহমান রিপন, রোটা. অবিনাশ আচার্য, রোটা. সুব্রত দেব, রোটা. ফেরদৌস অালম, রোটা. সৈয়দ আতিকুল আম্বিয়া সুমন, রোটা. নাঈম সরফরাজ, রোটা. মনোয়ার হোসেন মিলন, রোটা. হুমায়ুন কবীর চৌধুরী রিপন, রোটা. রানা বনিক।
বিকেল ৬ ঘটিকায় রোটা. সৈয়দ আতিকুল আম্বিয়া সুমনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সভাপতি ক্লাবের সবাইকে ধন্যবাদ জানান। তারপর ক্লাব সেক্রেটারি ২০১৯-২০২০ রোটাবর্ষের আয়-ব্যয়ের হিসাব উত্থাপন করেন।
নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহন করে রোটারিয়ান মিঠন পাল ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন এমন প্রয়াত রোটারিয়ানদের উদ্দেশ্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
তারপর রোটা. অবিনাশ আচার্য বক্তব্য দেন।
শুরুতে কেক কেটে রোটাবর্ষের শুভ সূচনা করা হয়।