সিলেট ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০
শেখ জুয়েল রানা, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০১ জুলাই ২০২০ : “আমার ঘরে আমার স্কুল” এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে অনলাইন স্কুলের উদ্বোধন করা হয়েছে।
১ জুলাই বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনলাইন স্কুলের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় মাধ্যমিক শিক্ষা উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ, মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, মৌলভীবাজার ক্যাবল সিস্টেমের (এমসিএস) চেয়ারম্যান শওকত হাসান খান এলিন, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত ইমা প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এই অনলাইন স্কুল সরকারের আমার ঘরে আমার স্কুল কার্যক্রমকে আরও বেগবান করবে।
শ্রীমঙ্গলে অনলাইন স্কুল কার্যক্রম সফল করতে শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দসহ সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, “করোনাভাইরাস সংক্রমণের কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। গত ১৭ মার্চ থেকে দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যা আগামী ৬ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এ অবস্থা আরও দীর্ঘায়িত হতে পারে। ফলে চলতি শিক্ষাবর্ষের স্বাভাবিক পাঠদান কার্যক্রম, পরীক্ষা অনুষ্ঠান, নির্ধারিত শ্রেণিতে শিক্ষার্থীর প্রত্যাশিত যোগ্যতা অর্জন ব্যহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অপরদিকে বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া, বাল্যবিয়ে, শিশুশ্রম, পুষ্টিহীনতা ইত্যাদিরও আশংকা দেখা দিয়েছে।
এহেন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু করেছে যা সংসদ টিভিতে প্রচারিত হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে আরো বেগবান করতে এবং স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের কাছে আরো নিবিড়ভাবে পাঠদান কার্যক্রম পৌঁছে দিতে “অনলাইন স্কুল, শ্রীমঙ্গল” নামে আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, শ্রীমঙ্গল এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের এই অনলাইন স্কুলের মাধ্যমে পাঠদান করা হবে।
শ্রীমঙ্গল উপজেলায় বেশ কয়েকজন জাতীয় মানের ডিজিটাল কন্টেন্ট নির্মাতা শিক্ষক রয়েছেন যাদের তত্ত্বাবধানে সবকটি বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে মানসম্মত ডিজিটাল কন্টেন্ট তৈরি করা হয়েছে।
সকল বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এই স্কুলের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক/ কর্তৃপক্ষ তাদের ক্যাচমেন্ট এলাকায় যথাযথ প্রচারণা ও অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।এছাড়াও প্রয়োজনীয় ইন্টারনেট ফেসিলিটি’র বাইরে যেসব শিক্ষার্থী রয়েছেন, তাদের সুবিধার্থে মৌলভীবাজার ক্যবল সিস্টেমে( এম সি এস) প্রতিদিনের ক্লাস প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হলো। আর এ থেকে শুধু শ্রীমঙ্গল নয়; বরং মৌলভীবাজার জেলার লক্ষাধিক শিক্ষার্থী উপকৃত হবে।
অদ্য ১ জুলাই থেকে অনলাইন স্কুল, শ্রীমঙ্গল এর যাত্রা শুরু হলো। এই কার্যক্রমের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে এই ক্লাসগুলোর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক মূল্যায়ন করার ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে।
দুর্যোগকালীন এইসময়ে আমাদের শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে সকল সম্মানিত শিক্ষক / অভিভাবক ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের সচেতন সহযোগিতা একান্ত কাম্য।”
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D