কুলিয়ারচরে নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রধান মন্ত্রী’র অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২০

কুলিয়ারচরে নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রধান মন্ত্রী’র অনুদানের চেক বিতরণ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ, ০৩ জুলাই ২০২০ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রাণঘাতী কোভিড -১৯ করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী এ চেক তুলে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারমিনা সাত্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. মুশফিকুর রহমান, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা আবু মো. শামসুদ্দৌলা (হারুন), অফিস সহকারী মো. বিল্লাল হোসেন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম সহ নন- এমপিও শিক্ষক – কর্মচারীবৃন্দ।

এ সময় উপজেলার গোবরিয়া উচ্চ বিদ্যালয়, বাংলা বাজার উচ্চ বিদ্যালয়, আবুল কাসেম স্কুল এন্ড কলেজ ও আগরপুর মডেল কলেজ এর নন – এমপিও ২০ জন শিক্ষকের হাতে প্রতি শিক্ষককে ৫ হাজার টাকার ও ১৪ জন কর্মচারীর হাতে প্রতি কর্মচারীকে ২ হাজার ৫ শত টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউএনও অফিসের একাউনটেন্ট ক্লার্ক মো. ইমরান হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ