ভেনিজুয়েলার পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা ইলেক্টোরাল কাউন্সিলের

প্রকাশিত: ৬:১৪ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২০

ভেনিজুয়েলার পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা ইলেক্টোরাল কাউন্সিলের

কারাকাস (ভেনেজুয়েলা), ০৩ জুলাই ২০২০ : ভেনিজুয়েলার ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল বুধবার দেশটির পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তাদের ঘোষণা অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে বিরোধী দল ইতোমধ্যে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। খবর এএফপি’র।

ভেনিজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে বিরোধী দল নিয়ন্ত্রিত একমাত্র প্রতিষ্ঠান।
সুপ্রিম কোর্ট এ পার্লামেন্টকে অকার্যকর ঘোষণা করায় এটি ক্ষমতাহীন হয়ে পড়ে এবং তার পর থেকেই তাদের প্রতিটি সিদ্ধান্ত নাকচ করে দেয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ