‘বিশ্বব্যাংকের তাঁবেদার আমলাদের কুপরামর্শে পাটকল বন্ধ’: জাতীয় শ্রমিক ফেডারেশন

প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২০

‘বিশ্বব্যাংকের তাঁবেদার আমলাদের কুপরামর্শে পাটকল বন্ধ’: জাতীয় শ্রমিক ফেডারেশন

ঢাকা, ০৪ জুলাই ২০২০: ‘অবশেষে পাটকল রক্ষার সব যুক্তিতর্ক, প্রস্তাবনা ও শ্রমিকদের দাবিকে উপেক্ষা করে রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ করলো সরকার, যা জাতীয় জীবনে দুঃখ, হতাশা ও মর্মবেদনার কারণ হয়ে থাকল।’ পাটকল বন্ধে সরকারের চূড়ান্ত ঘোষণার পরিপ্রেক্ষিতে জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন। তারা বলেন, ‘এই সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনা ও ঘোষণার কফিনে আরেকটি পেরেক মারা হলো।’

তারা বলেন, ‘বাংলাদেশের অভ্যুদয়, সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পাট চাষ, পাটশিল্প এবং পাটজাত দ্রব্য ওতপ্রোতভাবে যুক্ত। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছয় দফা ও স্বায়ত্তশাসন আন্দোলনকে পাটকেন্দ্রীক এ অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য হিসেবে তুলে ধরেছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু পাটকলগুলোকে জনগণের মালিকানায় নিয়ে ১৯৭২ সালের ১৬ মার্চ রাষ্ট্রপতি আদেশ নং-২৭ এর মাধ্যমে জাতীয়করণ করেছিলেন। এ আদেশে পাটকল পরিচালনার জন্য বিজেএমসি গঠিত হয়েছিল; লক্ষ্য ছিল পাট ও পাটশিল্পের বিকাশ। ‘৭৫ পরবর্তী সামরিক সরকারগুলোর সীমাহীন অবহেলা আর ঔদাসিন্যে পাট খাত পিছিয়ে পড়ে। ১০০ শতাংশ মূল্য সংযোজনের সম্ভাবনা ছিল পাট খাতে, যা কাজে লাগানো যায়নি। পুরো পাটের অর্থনীতিকে সাম্রাজ্যবাদী দাতা গোষ্ঠী, বিশ্বব্যাংক ও আইএমএফের কুপরামর্শে ধ্বংস করে দেয়া হয়েছে।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আহোরণের আগে প্রদত্ত রাজনৈতিক ঘোষণায় পাটকল রক্ষার কথা বলেছিলেন। সেই অনুযায়ী কিছু পদক্ষেপও নিয়েছিলেন। এখন বিশ্বব্যাংকের তাঁবেদার আমলাদের কুপরামর্শে ও লুটেরা পুজিঁপতিদের স্বার্থের কাছে পরাস্ত হয়ে পাটকল বন্ধের সিদ্ধান্ত নিলেন, যা আত্মঘাতী।’

বিবৃতিতে তারা আরও বলেন, ‘পিপিপি’ প্রক্রিয়ায় পাটকল চালুর যে কথা এখন বলা হচ্ছে, তা শিশু ভোলানোর গল্প মাত্র। বস্তুত রাষ্ট্রায়ত্ব খাতের এই শিল্পের বিপুল (জনগণের) সম্পদ ব্যক্তি মালিকানায় তুলে দেয়ার বন্দোবস্ত মাত্র। আমরা এর তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।’

বিশ্বব্যাংকের তাঁবেদার আমলাদের কুপরামর্শে নয় এবং লুটেরা পুজিঁপতিদের স্বার্থের কাছে পরাস্ত হয়ে নয়; পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হবে মুক্তিযুদ্ধের চেতনা ও ঘোষণা বাস্তবায়নে পাট ও পাটশিল্পের বিকাশসহ জনগণের অার্থসামাজিক উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার অাহবান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।