মঠবাড়িয়া সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান শোভা রানীর উপর হামলায় ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০

মঠবাড়িয়া সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান শোভা রানীর উপর হামলায় ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা

ঢাকা, ০৫ জুলাই ২০২০: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান এম পি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এম পি এক বিবৃতিতে বলেন, ওয়ার্কার্স পার্টি মঠবাড়িয়া উপজেলার সভাপতি ও উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে ভাইস চেয়ারম্যান শোভা রানী বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট ব্যক্তি মাদক ব্যবসার প্রতিবাদ করলে তার উপর ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে গত ২রা জুলাই ২০২০ বৃহস্পতিবার রাত ৯টায় তার নিজস্ব ঘরের মধ্যে বেআইনিভাবে প্রবেশ করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ইসমাইল ধারালো অস্ত্র দিয়ে মাথার উপর এলোপাতারি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।

তিনি বর্তমানে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন আছেন। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে মাদক সন্ত্রাসী ইসমাইল ও তার বাহিনীদের গ্রেফতার এর জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছে।

মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। নেতৃবৃন্দ অবিলম্বের গ্রেফতার ও বিচারের দাবী জানান।