১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হলেন আমির হোসেন আমু : সৈয়দ অামিরুজ্জামানের অভিনন্দন

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হলেন আমির হোসেন আমু : সৈয়দ অামিরুজ্জামানের অভিনন্দন

ঢাকা, ০৮ জুলাই ২০২০: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান।
তিনি বলেন, ‘১৪ দলের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রবীণ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন।

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অাধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ১৪ দলীয় জোটের ঐক্য জোরালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে অাশা করছি।”