কার্ল মার্কসের জীবনীগ্রন্থ

প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২০

কার্ল মার্কসের জীবনীগ্রন্থ

ইভান || শ্রীমঙ্গল, ১০ জুলাই ২০২০ : কার্ল মার্কস এর জীবনী, প্রগতি প্রকাশন – মস্কো থেকে প্রকাশিত, ১৯৮১ সালে, ডাউনলোড লিংক সহ নিম্নে দেয়া হলো।

১৯৮১ সালে প্রগতি প্রকাশন থেকে ইয়েভগেনিয়া স্তেপানোভা লিখিত “কার্ল মার্কসের বহুল পঠিত জীবনী গ্রন্থটি” অনুদিত হয়ে প্রকাশিত হয়। শ্রদ্ধেয় অরুণ সোম তার দক্ষ হাতে এর অনুবাদ করেন । ফ্রেডারিখ এঙ্গেলসের জীবনীও ইয়েভগেনিয়া স্তেপানোভা লিখেছেন । এই দুটি বই এর মধ্যে মার্কসের জীবনীটি বহুদিন ধরেই সহযোদ্ধারা খুঁজছেন । কিছু বই এর রিপ্রিন্ট না হওয়াতে সেসব সংগ্রহ করাও বেশ ঝক্কি ঝামেলার কাজ হয়ে দাঁড়িয়েছে । সৌভাগ্যবশত কার্ল মার্কসের জীবনী গ্রন্থটির স্ক্যান কপিটি অনেক আগেই সংগ্রহ করেছিলাম নেট ঘেঁটে । বইটি শ্রদ্ধেয় সহযোদ্ধাদের পাঠের সুবিধার্থে এখানে দিলাম। ডাউনলোডে কোন সমস্যা হলে জানাবেন । আমি যথাসাধ্য চেষ্টা করব পৌঁছে দেয়ার । বিপ্লব দীর্ঘজীবি হোক ।

… ১০ জুলাই ২০২০

বই : কার্ল মার্কস

লেখিকা : ইয়েভগেনিয়া স্তেপানোভা,

অনুবাদ : অরুন সোম

প্রগতি প্রকাশন, মস্কো ১৯৮১

ডাউনলোড লিংক :
https://drive.google.com/file/d/1zwOrGV1eatdgmMhjGFf-HDQEeBpifXKC/view

এ সংক্রান্ত আরও সংবাদ