রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনায় আক্রান্ত

ঢাকা, ১০ জুলাই ২০২০: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেল কিশোরগঞ্জ-০৪ ( ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এ তথ্য নিশ্চিত করেছেন।