যশোরে ভৈরব নদী খননে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

যশোরে ভৈরব নদী খননে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

যশোর, ১৩ জুলাই ২০২০: ভৈরব নদ খননে অনিয়ম, দুর্নীতির তদন্ত, বিচার ও তদন্ত না করে বিল পরিশোধ না করা, নদী আইন অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ ও দখলদার উচ্ছেদ এবং নক্সা অনুযায়ী নদী পুনঃখননের দাবীতে আজ সোমবার ১৩ জুলাই বিকাল ৪টা ১৫ মিনিটে দড়াটানা ভৈরব নদ ব্রীজের উপর এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

ভৈরব নদ সংস্কার আন্দোলন সমন্বয় কমিটির ডাকে বিকাল ৪-১৫ থেকে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তসলিম উর রহমান, এ্যাডঃ আবুল হোসেন, নাজিমউদ্দিন, জিল্লুর রহমান ভিটু, শেখ আলাউদ্দিন, এ্যাডঃ মাহমুদ হাসান বুলু, মাহাবুবুর রহমান মজনু, মামুনুর রশিদ, এ্যাডঃ আমিনুর রহমান হিরু, বিথিকা সরকার, অতিকুজ্জামান রনি, শেখ আলাউদ্দিন, রায়হান বিশ্বাস প্রমুখ।