কমরেড টেবলু’র ছোটমেয়ে ও ঢাবি ছাত্রী কানিজ ফারহানা শ্রাবনীর জন্মদিন অাজ

প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২০

কমরেড টেবলু’র ছোটমেয়ে ও ঢাবি ছাত্রী কানিজ ফারহানা শ্রাবনীর জন্মদিন অাজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৭ জুলাই ২০২০ : কমরেড অাব্দুল কুদ্দুস টেবলু’র ছোটমেয়ে কানিজ ফারহানা শ্রাবনীর জন্মদিন অাজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী শ্রাবনী ২২ পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করলো।
কানিজ ফারহানা শ্রাবনীর পিতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী নগরের ২ নং ওয়ার্ড শাখার সভাপতি কমরেড অাব্দুল কুদ্দুস টেবলু ছোট মেয়ের জন্মবার্ষিকীতে সকলের দোয়া চেয়েছেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী নগরের ২ নং ওয়ার্ড শাখার সভাপতি ও জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার অাহবায়ক কমরেড অাব্দুল কুদ্দুস টেবলু’র ছোটমেয়ে কানিজ ফারহানা শ্রাবনীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ