করোনায় মৃত সংগীত পরিচালকের পরিবারের পাশে ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ৫:৩০ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২০

করোনায় মৃত সংগীত পরিচালকের পরিবারের পাশে ওয়ার্কার্স পার্টি

রাজশাহী, ২০ জুলাই ২০২০ : করোনায় মারা যাওয়া সংগীত পরিচালক আনোয়ার হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ার্কার্স পার্টি। রোববার দুপুরে নগরীর রাণীবাজারে আনোয়ার হোসেন বাড়ি গিয়ে সহমর্মিতা জানিয়েছেন পার্টির নেতৃবৃন্দ।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আনোয়ার হোসেন শিল্পাশ্রম সংগীত বিদ্যালয়ের পরিচালক ছিলেন। সপ্তাহ দুয়েক আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান ।

আনোয়ার হোসেনের মৃত্যুতে সমবেদনা জানিয়ে তার খাদ্যসামগ্রী দিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ার্কার্স পার্টি। পার্টির নেতারা আনোয়ার হোসেনের স্ত্রীর হাতে ৫০ কেজি চাল, দুই কেজি পোলাওয়ের চাল, দুই কেজি মাংস, আলু, ডাল, পেঁয়াজ, আটা, আদা, রসুন, লবন তুলে দিয়েছেন। এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদ দেবাশিষ প্রামানিক দেবু বলেন, রাজশাহীর সংগীতাঙ্গনে প্রিয় মুখ ছিলেন আনোয়ার হোসেন। করোনায় আক্রান্ত হয়ে অকালে চলে যাওয়া খুব কষ্টকর। তিনি রাজশাহীর জনপ্রিয় সংগীত পরিচালক ছিলেন। আমরা আমাদের সাধ্যমত আনোয়ার হোসেনের পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, নাজমুল করিম অপু, বোয়ালিয়া পূর্বের সভাপতি সিতানাথ বণিক, ছাত্রমৈত্রীর নগর কমিটির সাধারণ সম্পাদক সম্রাট রায়হান, সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান ওহি।