সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম করোনায় আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো, ২২ জুলাই ২০২০: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে দেওয়া নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।
বর্তমানে চট্টগ্রামে অবস্থানরত শাহ আলম বলেন, “বেশ কয়েক দিন ধরে জ্বর, কাশিসহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। পরে বাসা থেকে স্বাস্থ্যকর্মীরা এসে সোমবার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। আজকে নমুনা পরীক্ষার প্রতিবেদনে পজিটিভ এসেছে।”
এখন কাশি ছাড়া অন্য কোনো উপসর্গ নেই বলে জানান তিনি।
সিপিবি নেতা শাহ আলম চট্টগ্রাম মহানগরীর আসকার দীঘির পাড় এলাকায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন শাহ আলম। চট্টগ্রামে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দেওয়া শাহ আলম দীর্ঘ দিন দলের সভাপতিমণ্ডলীতে ছিলেন। ২০১৭ সালের মে মাসে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ অসুস্থতাজনিত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নিলে সাধারণ সম্পাদকের দায়িত্বে আসেন শাহ আলম।
দেশে করোনাভাইরাস সংক্রমণ দেখা দেওয়ার পর তিনি চট্টগ্রামে অবস্থান করলেও বিভিন্ন প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছিলেন।