কবি শোয়াইব জিবরানের পুত্র জায়সি’র জন্মদিন অাজ: সৈয়দ অামিরুজ্জামানের শুভেচ্ছা

প্রকাশিত: ৪:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০

কবি শোয়াইব জিবরানের পুত্র জায়সি’র জন্মদিন অাজ: সৈয়দ অামিরুজ্জামানের শুভেচ্ছা

ঢাকা, ২৮ জুলাই ২০২০: কবি শোয়াইব জিবরানের পুত্র জায়সি জিবরানের জন্মদিন অাজ।

জায়সি জিবরানের জন্মদিন উপলক্ষে ফেসবুক স্ট্যাটাসে কবি শোয়াইব জিবরান লিখেছেন, “করোনার অজুহাতে আমরা পার্টি ফাঁকি দিতেছি।
ফেসবুক দেশীয় আঙ্কেল-আর্টিগণ, আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে, সীমিত পরিসরে অন্তত শুভেচ্ছা জানাতে পারেন।”

কবি শোয়াইব জিবরানের পুত্র জায়সি জিবরানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান বলেন, “সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার,
পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
বেঁচে থাকো হাজার বছর ধরে। ~শুভ জন্মদিন।”

উল্লেখ্য যে, জায়সি জিবরানের পিতা কবি শোয়াইব জিবরানের জন্ম ৮ এপ্রিল, ১৯৭১; আযমত শাহ্ কুটির, মৌলবীবাজার। শিক্ষা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উচ্চতর ডিগ্রি, প্রশিক্ষণ ও পাঠগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সুকথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি, থাইল্যান্ড ও কুইন্স ইউনিভার্সিটি, কানাডা থেকে। পেশা : মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বর্তমানে কাজ করছেন জাতিসংঘ শিশু তহবিলের শিক্ষা পরামর্শক হিশেবেও। প্রকাশিত বই — কাঠ চেরাইয়ের শব্দ [বাংলা একাডেমি, ১৯৯৬; জেব্রাক্রসিং, ২০১৭] দুঃখ ছেপে দিচ্ছে প্রেস [মঙ্গলসন্ধ্যা, ২০০৩] Birds and Dust from the East [Translated by Kamrul Hasan, Satantra, 2009] ডিঠানগুচ্ছ উঠান জুড়ে [শুদ্ধস্বর, ২০১০] ঘোর ও শূন্য জলধিপুরাণ [চৈতন্য, ২০১৭] গদ্য ও গবেষণাগ্রন্থের মধ্যে রয়েছে— কমলকুমার মজুমদারের উপন্যাসের করণকৌশল [বাংলা একাডেমি,২০০৯] কথা কবিতা ও শিক্ষা [ধ্রুবপদ, ২০১০] কমলকুমার চরিতম্ [শুদ্ধস্বর, ২০১০] শিক্ষা পরিভাষা [জেব্রাক্রসিং, ২০১৬] ইত্যাদি। পুরস্কার ও সম্মাননা— মুক্তধারা একুশে সাহিত্য পুরস্কার আব্দুল মান্নান চৌধুরী স্মৃতি পদক সংহতি বিশেষ সম্মাননা ই-মেইল : drsoaibg@yahoo.com

এ সংক্রান্ত আরও সংবাদ