সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
|| জান্নাত ই জিয়া || ৩০ জুলাই ২০২০ : প্রিয় “মেহের আফরোজ শাওন” আপুর পরনের শাড়িটা আমার আঁকা!
অনেক ছোটবেলা থেকেই বলতাম….”বড় হয়ে, হয় টিচার হবো, নয়তো রিক্সার পেছনে ছবি এঁকে বেড়াবো!”
অথচ, হয়েছি জাহাজীর বউ। এই দেশ থেকে ঐদেশে পানিতে পানিতেই গেল দশটা বছর! বি সি এস দিয়ে টিচার হওয়া হয়নি আমার! তবে হ্যা,ছবি আঁকাটা ছাড়িনি!আসলে ছাড়তে পারিনি!সব সময়ই টুক-টাক এঁকে গেছি! আমি মুলত পেইন্টিং করি!এছাড়া শাড়ি-জামা-এক্সসরিসে এঁকে,তা প্রিয়জনদের উপহার দিয়ে আনন্দ পাই!
বিভিন্ন সময়, অনেকেই আমাকে উতসাহ দিয়ে বলেছে আমার আঁকাআকি নিয়ে কিছু করার!!কিন্তু সাহস হয়নি! স্বীকার করি, প্রচন্ড আত্মবিশ্বাসের অভাব আমার!
কিন্তু “উই” তে এসে আত্মবিশ্বাসে ভরা মানুষগুলোকে দেখে,কেমন যেন সাহস হল!!মনে হল…আমি কেন নয়!!
আমি যা করতে ভালোবাসি,তা দিয়ে নিজের পরিচয় হতেই পারে!!
বি:দ্র:খুব সাহস নিয়ে এই প্রথম পোস্টটা করলাম!আশা রাখছি আপনারা আমায় উতসাহ দেবেন!
বি:বি:দ্র: আমার এখনও নিজস্ব কোন পেইজ নেই!আমাকে এখানেই পাবেন!
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D