হবিগঞ্জ বিরতিহীন বাসে সরকারি নির্দেশনা মানা হয় না: অথচ নেয়া হয় বাড়তি ভাড়া

প্রকাশিত: ৮:১২ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২০

হবিগঞ্জ বিরতিহীন বাসে সরকারি নির্দেশনা মানা হয় না: অথচ নেয়া হয় বাড়তি ভাড়া

সৈয়দ অারমান জামী || শ্রীমঙ্গল, ০৪ অাগস্ট ২০২০ : স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সরকারি নির্দেশনা থাকলেও ‘হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস’ বাসসহ দেশের বেশিরভাগ জায়গায় তা মানা হয় না। অথচ এরজন্য ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বোঝা টানতে হচ্ছে যাত্রীদের।

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর সারা দেশে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রত্যেক বাস ও মিনিবাসে সামাজিক দূরত্ব বজায় রেখে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সরকারি নির্দেশনা থাকলেও দেশের বেশিরভাগ জায়গায় তা মানতে দেখা যায় নি।
অদ্য ৪ অাগস্ট মঙ্গলবার সকালে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহনে সরকারি নির্দেশনা লঙ্ঘনের বিষয়টি নিয়ে হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেসের মটর মালিক গ্রুপ-এর শ্রীমঙ্গলস্থ অাঞ্চলিক কার্যালয়ে ও হবিগঞ্জ মটর মালিক গ্রুপ-এর সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়ের মুঠোফোনে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান। এছাড়াও এ বিষয়ে তিনি কথা বলেছেন হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেসের মটর মালিক গ্রুপ-এর শ্রীমঙ্গলস্থ অাঞ্চলিক কার্যালয়ের সহকারী সুপারভাইজার অাবুতালেব বাদশার সাথে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ-এর সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়ের মুঠোফোনে বলেন, “অভিযুক্ত বাসের ড্রাইভার, হেল্পার ও কন্ট্রাক্টর এবং সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত ০৫০০১১ নম্বরের বাসটির অাগামী এক সপ্তাহ চলাচল বন্ধ রাখা হবে। এ ব্যাপারে অামাদের মালিকপক্ষের নীতিগত সিদ্ধান্ত নেয়া অাছে অাগে থেকেই।”
উল্লেখ্য যে, অদ্য ৪ অাগস্ট মঙ্গলবার সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান তার সহধর্মিণী ও অারপি নিউজের সহকারী সম্পাদক সৈয়দা তাহমিনা বেগম, ছেলে সৈয়দ অারমান জামী ও মেয়ে সৈয়দা হাজেরা সুলতানা শানজিদাকে হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেসের বাসে তুলে দিতে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সরকারি নির্দেশনা লঙ্ঘনের বিষয়টি দেখে সুনির্দিষ্ট এ অভিযোগ দায়ের করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ