শ্রমজীবি মানুষ নিয়ে আগ্রহী গবেষকদের দৃষ্টি আকর্ষণ

প্রকাশিত: ৩:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২০

শ্রমজীবি মানুষ নিয়ে আগ্রহী গবেষকদের দৃষ্টি আকর্ষণ

চট্টগ্রাম, ০৫ অাগস্ট ২০২০: বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স দেশের প্রতিনিধিত্বশীল ১৩টি জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে ১৯৯৫ সনে প্রতিষ্ঠিত হয়। বিল্স এর লক্ষ্য হলো শ্রমজীবি মানুষের আইনসঙ্গত অধিকার প্রতিষ্ঠায় ট্রেড ইউনিয়নসমূহের সক্ষমতা বৃদ্ধি ও তাদের মর্যাদা প্রতিষ্ঠা করা। চট্টগ্রামে এ লক্ষ্য বাস্তবায়নে ২০১৬ সনে প্রতিষ্ঠা হয় বিল্ স-লেবার রিসোর্স এন্ড সাপোর্ট সেন্টার (বিল্ স-এলআরএসসি)।

করোনাকালে কোভিড-১৯ এর প্রথম শিকার শ্রমজীবি মানুষ। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল শ্রমিকের আয় ও জীবন অনিশ্চয়তার মুখে। বিল্ স-এলআরএসসি কর্তৃক শ্রমজীবি মানুষের জীবনযাত্রার মান, চাকরী ও আয়ের ঝুঁকি, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ও স্বাস্থ্য-নিরাপত্তা ব্যবস্থার উপর কোভিড-১৯ এর প্রভাব বিষয়ে একটি গবেষণা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং গবেষণা কাজে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে বিল্স-এসআরএসসি’র পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব এ এম নাজিমউদ্দিন (সেল ০১৭১১২০৪৫৭৩) এর সাথে যোগাযোগের অনুরোধ করা হলো।