চীনা শিল্পপ্রতিষ্ঠানের ওপর কোনোকিছু চাপিয়ে না-দিতে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০

চীনা শিল্পপ্রতিষ্ঠানের ওপর কোনোকিছু চাপিয়ে না-দিতে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান

বেইজিং (চীন), ০৭ অগাস্ট ২০২০ : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (শুক্রবার) বেইজিংয়ে বলেছেন, চীনা শিল্পপ্রতিষ্ঠানের ওপর কোনোকিছু অন্যায়ভাবে চাপিয়ে না-দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় বেইজিং। অর্থনৈতিক সমস্যা রাজনীতিকরণ না-করা ও নিজের ভুল সংশোধন করাও উচিত যুক্তরাষ্ট্রের।

মুখপাত্র ওয়াং বলেন, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান বাজারের নিয়ম ও আন্তর্জাতিক নিয়ম-বিধি অনুযায়ী যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক তত্পরতা চালায়; এটি স্বাভাবিক। দেশের নিরাপত্তার অজুহাতে অযৌক্তিকভাবে যুক্তরাষ্ট্রের বাইরের শিল্পপ্রতিষ্ঠানের ওপর অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিতে যাচ্ছে ওয়াশিংটন, যা নগ্ন আধিপত্যবাদের বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (বৃহস্পতিবার) এক নির্দেশনায় বলেছেন, টিকটকের আন্তর্জাতিক সংস্করণ ও উইচেট তাঁর দেশের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করেছে। আগামী ৪৫ দিনের মধ্যে এগুলোর মালিকানা কোনো মার্কিনি কোম্পানির হাতে না-গেলে এই দুটো চীনা অ্যাপ যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে।