ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে শাড়ী বিতরণ ও মেয়র প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০

ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে শাড়ী বিতরণ ও মেয়র প্রার্থী ঘোষণা

Manual3 Ad Code

নালিতাবাড়ী (শেরপুর), ০৯ অাগস্ট ২০২০ : হতদরিদ্র কর্মহীন ১ শত নারীর মাঝে শাড়ী বিতরণ ও দলীয় মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

Manual8 Ad Code

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার খালভাঙ্গা কালী মন্দিরের সম্মুখে শনিবার দুপুরে পার্টির কর্মী সমাবেশে রাজিয়া সুলতানকে আসন্ন পৌরসভার নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতা হুমায়ন মুজিব ।
তিনি কর্মী সমাবেশে বলেন-মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪দলীয় সরকার মানুষের আস্থা অর্জন করেছে। আসন্ন নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে ওয়ার্কার্স পার্টি রাজিয়া সুলতানাকে মেয়র প্রার্থী মনোনীত করেছে। আমরা এখন ১৪ দলের মনোয়ন প্রত্যাশা করি। নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে ১৪ দলের সমন্বয়ে প্রার্থী হলে ঐক্যমতের ভিত্তিতে হবে, তা না হলে দলীয় প্রার্থী হিসেব আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো ।
কর্মী সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আক্তারুজ্জামান, জাসদ সভাপতি সাংবাদিক লাল মোঃ শাহজাহান কিবরিয়া, শহর জাসদের সাধারণ সম্পাদক আজিনুর রহমান ও মহিলা কাউন্সিলর তাসলিমা।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ