সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০
রাজশাহী, ১০ আগস্ট ২০২০: জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলার সভাপতি ফেরদৌস জামিল টুটুলের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজশাহী কলেজ প্রাঙ্গণে এই শোকসভার আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটি।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি ফেরদৌস জামিল টুটুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া নগর ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া টুটুলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শোকসভায় ফজলে হোসেন বাদশা বলেন, ফেরদৌস জামিল টুটুলের মুত্যুতে আমরা শোকাহত। তিনি ছাত্রজীবন থেকেই বাম ধারার রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন। শ্রমিকের অধিকার আদায়ে কাজ করেছেন। শ্রমিকরা সব সময় তাকে স্মরণ রাখবে।
শোকসভায় সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু। পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেবাশিষ প্রমানিক দেবু। আরও উপস্থিত ছিলেন নগর সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, সিরাজুর রহমান খান, আবু সাঈদ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মিজানুর রহমান টুকু, নাজমুল করিম অপু, মনির উদ্দিন পান্না, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলার সাধারণ সম্পাদক অসিত পাল, নগর যুবমৈত্রীর সভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ।
প্রসঙ্গত, শ্রমিক নেতা ফেরদৌস জামিল টুটুল মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকণ্ডলীর সদস্যও ছিলেন। গত ৭ আগস্ট ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। টুটুল প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D