অনলাইন মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ক ওরিয়েন্টেশন

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

অনলাইন মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ক ওরিয়েন্টেশন

জয়পুরহাট, ১২ আগষ্ট ২০২০: কাব স্কাউট, স্কাউট ও বয়স্ক লিডারদের অনলাইন ডাটাবেজ তৈরির লক্ষ্যে দিন ব্যাপী অনলাইন মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ক এক ওরিয়েন্টশন বুধবার জুম এপসের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপনায় আয়োজিত ওই ওরিয়েন্টশন কোর্সটি পরিচালনা করে বাংলাদেশ স্কাউটসের মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিভাগ। প্রধান অতিথি হিসাবে ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন সরকারের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ( ভূ-সম্পত্তি) স্কাউটার মো: আনোয়ারুল ইসলাম শিকদার এলটি। রিসোর্স পারসন হিসাবে অনলাইন রেজিষ্ট্রেশনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জাতীয় কমিশনার ( মেম্বারশীপ রেজিষ্ট্রেশন) স্কাউটার সৈয়দ রফিক আহমেদ। রাজশাহী আঞ্চলিক স্কাউটসের সভাপতি ও রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোহা: মোকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ পরিচালক হামজার রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কোর্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক মো: শামশুদ্দিন আহমেদ এএলটি। ওরিয়েন্টেশন কোর্সে বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ৪৫ জন স্কাউট কর্মকর্তা অংশগ্রহণ করেন। কাব স্কাউট, স্কাউট ও বয়স্ক লিডারদের অনলাইন ডাটাবেজ তৈরির মাধ্যমে একটি ওয়েব পোর্টালের মাধ্যমে দেশের সকল স্কাউট সদস্যদের ডিজিটাল তথ্য পাওয়া সম্ভব হবে।