সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০
ঢাকা, ২০ আগস্ট ২০২০: স্বাস্থ্যবিধি রক্ষা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল করোনা ভাইরাসের কারণে। তবে সম্প্রতি গণপরিবহণের বিরুদ্ধে স্বাস্থ্যবিধি উপেক্ষার অভিযোগ উঠেছে। এই অভিযোগে গণপরিবহনের বর্ধিত ভাড়া বাতিলের দাবি জানিয়েছে যাত্রীরা। এই দাবির প্রেক্ষিতে গণপরিবহণের বর্ধিত ভাড়া বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাদুর্ভারের মধ্যেই মধ্যেই বাসের সব আসনে যাত্রী বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার বিআরটিএর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। জানা গেছে প্রজ্ঞাপন জারির পর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গণপরিবহনের বর্ধিত ভাড়া বাতিল হবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে। ওইদিন থেকে করোনা পূর্বকালীন সময়ের ভাড়া চালু হবে। তবে পাশাপাশি সিটে বসলেও যাত্রীদের অবশ্যই মাস্ক পারতে হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত ভাড়া এবং পাশাপাশি দুই সিটের একটি খালি রেখেই বাস চলবে।
বুধবার বিকেলে বিআরটিএর চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে মালিক ও শ্রমিক প্রতিনিধি, ডিএমপি, হাইওয়ে পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D