সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২০
নিজস্ব প্রতিবেদক || ২২ অাগস্ট ২০২০: বাংলাদেশের গণমাধ্যমকর্মী এবং সাংবাদিকতায় আগ্রহী এবং গণমাধ্যম শিক্ষার্থীদের জন্য একটি আর্ন্তজাতিক মানের অনলাইন সার্টিফিকেট কোর্স অন বেসিক জার্নালিজম কোর্স । নামমাত্র খরচে প্রশিক্ষনের সহযোগিতা করছে ভারতের বিখ্যাত ইনষ্টিটিউট অব মাস কমিউনিকেশন ফ্লিম এবং টেলিভিশন ষ্টাডি কলকাতা । বাংলাদেশের গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে “ইনষ্টিটিউট অব মাস কমিউনিকেশন ফ্লিম এবং টেলিভিশন ষ্টাডির সহযোগিতায় কোর্সটি চালু করেছে বাংলাদেশের ই মিডিয়া ডিরেক্টরি অল বিডি নিউজ ।
কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর আপনি ইনষ্টিটিউট অব মাস কমিউনিকেশন ফ্লিম এবং টিলিভিশন ষ্টাডি কলকাতা – এর প্রধান কর্তৃক স্বাক্ষরিত একটি সনদ অর্জন করতে পারবেন। সনদটি অনলাইনে ডাউনলোড করার পাশাপাশি সুনিদৃষ্ট ফি পরিশোধের মাধ্যমে ঘরে বসে সনদের হার্ড কপিও সংগ্রহ করার সুযোগ থাকবে।
কোর্সের বিবরণ
প্রশিক্ষনটিতে একজন শিখার্থী তার সুবিধামত সময়ে কম্পিউটার বা মোবাইল দিয়ে ইন্টারনেটে সংযুক্ত হয়ে প্রতি সপ্তাহে ২ দিন ১-২ ঘন্টা সময় ব্যয় করেই কোর্সটি সম্পন্ন করতে পারবেন। প্রশিক্ষণে ১২ টি পাঠ্যতালিকা থাকবে। প্রতি সপ্তাহে এক বা একাধিক পাঠ্যতালিকা শিক্ষার্থীর জন্য উন্মুক্ত হবে। প্রত্যেক পাঠ্যতালিকায় এক বা একাধিক অডিও-ভিজুয়াল লেকচার থাকবে।
কোর্স সংক্রান্ত যেকোনো প্রশ্ন, মন্তব্য, পরামর্শ জানাতে পারবেন www.allbd.news এর ওয়েবসাইটের ‘গণমাধ্যম পাতায় ।
কোর্সের উদ্দেশ্য
১. সাংবাদিকতা বিষয়ে গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থী দক্ষতা বৃদ্ধি করা।
২. সাংবাদিকতার সাথে যুক্ত সাংবাদিকদের সাংবাদিকতায় নীতি নৈতিকার বিষয়ে সচেতন করা।
৩. ঢাকার বাইরে কর্মরত সাংবাদিকদের সাংবাদিকতা বিষয়ে দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করা।
৪. বাংলাদেশের গণমাধ্যম শিল্পে যোগ্য ও দক্ষ মানবসম্পদ তৈরি করা।
পাঠতালিকা
সাংবাদিকতা কী/পেশা হিসেবে সাংবাদিকতা/ সাংবাদিকতার ধরন ও প্রকরণ/ সংবাদ কী/ সংবাদ সংজ্ঞায়ন ও সংবাদের বৈশিষ্ট্য/
সংবাদের ধরন/ভৌগলিক চরিত্র বা প্রকৃতিগত এবং পরিবেশনগত শ্রেণি/ সংবাদের উপাদান ও মূল্য, সংবাদ রসায়ন ও সংবাদ গণিত/ সংবাদ কী?/ সংবাদ সংজ্ঞায়ন ও সংবাদের বৈশিষ্ট্য ।
সংবাদের উৎস/সংবাদ সূচনা/ সংবাদ সূচনা কী ও সংবাদ সূচনার কাজ/ বিভিন্ন ধরনের সংবাদ সূচনা/ সংবাদ সূচনা লেখার কৌশলসংবাদ কাঠামো/ সংবাদের মৌলিক কাঠামো/ উল্টো পিরামিড কাঠামো/ সংবাদ কাঠামোর রকমফের, কাঠামো অনুযায়ী সংবাদ লেখার কৌশল/ সাক্ষাৎকার ও সংবাদ শিরোনাম/ সাক্ষাৎকার কী, সাক্ষাৎকারের ধরন ও প্রকরণ, প্রস্তুতি ও প্রোডাকশন পর্ব
সাক্ষাৎকার গ্রহীতার জন্য পরামর্শ, সাক্ষাৎকার থেকে সংবাদ/ সংবাদ শিরোনাম কী, সংবাদ শিরোনামের কাজ ।
উন্নয়ন সাংবাদিকতা- অনুসন্ধানী সাংবাদিকতা- মোবাইল সাংবাদিকতা- বিজ্ঞান সাংবাদিকতা- সাংবাদিকতায় নীতিমালা- সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও আইন – সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা- শিশুদের জন্য নীতিমালা।
অনলাইন সার্টিফিকেট কোর্স অন বেসিক জার্নালিজম কোর্স এ ভর্তি হইতে ইচ্ছুক গণমাধ্যমকর্মী এবং সাংবাদিকতায় আগ্রহীরা নিন্মে দেওয়া লিংকে ক্লিক করে রেজিট্রেশন করতে পারেন । রেজিট্রেশনকৃত সকল শির্খাথীদের ই-মেইল এ বিস্তারিত জানিয়ে দেওয়া হইবে ।
কোর্স ফি- ১০০০/
রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ : ২৫ আগষ্ট ২০২০
কোর্স শিখন কার্যক্রম শুরু : ০১ সেপ্টেম্বর ২০২০
কোর্সের মেয়াদ : ১ মাস
সনদ প্রাপ্তি : ৩০ সেপ্টেম্বর ২০২০
ইমেইল- institutemassmedia@gmail.com
অনুসন্ধান- 01742 884665
রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
allbd.news
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D