সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০
নিউ ইয়র্ক (আমেরিকা), ২৪ অাগস্ট ২০২০ : প্রবাসে বাংলাদেশি নারীদের অভিবাসন-সম্পর্কিত সমস্যার পাশাপাশি তাদের অধিকার ও মর্যাদা নিয়ে সোচ্চার থাকার সংকল্পে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশি আমেরিকান উইমেন ফর প্রগ্রেস’ এর কমিটি ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি মনিকা রায় চৌধুরী উল্লেখ করেন, ‘নারী ক্ষমতায়নের স্লোগান উচ্চারিত হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্বেই। এতদসত্বেও পুরুষশাসিত এ সমাজে নারীরা নানাভাবে নিগৃহীত হচ্ছেন।
“নারীর কর্মসংস্থানের ক্ষেত্রেও বৈষম্য বিদ্যমান রয়েছে। স্বপ্নের দেশ আমেরিকায় আসার পরও নারীরা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। কঠোর শ্রম দিয়েও বেতন-বৈষম্যের ভিকটিম হচ্ছেন বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত এই নিউ ইয়র্কেও। অনেক পরিবারে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এহেন পরিস্থিতির অবসানে সকলকে নিয়ে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।”
মনিকা আরও বলেন, “গত মার্চে সংগঠনের রেজিস্ট্রেশন সম্পন্ন হলেও আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটানো সম্ভব হয়নি করোনা মহামারীর কারণে। এখনও স্বাস্থ্যবিধি মেনেই সভা হলো।”
“বাংলাদেশি আমেরিকান ওমেন ফর প্রগ্রেস” এর ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যরা হলেন: সভাপতি মনিকা রায় চৌধুরী, সহ-সভাপতি নার্গিস রহমান এবং মোমতাজির বাবলী, সাধারণ সম্পাদক আলিয়া ফেরদৌসি, সহ-সাধারণ সম্পাদক মনিকা দাস, কোষাধ্যক্ষ ভারতী রায়, শিক্ষা সম্পাদক সুরাইয়া আলী, দপ্তর সম্পাদক লিপি রায়, সাংগঠনিক সম্পাদক মালিহা মান্নান।
নির্বাহী সদস্যরা হলেন, মান্তাহা মান্নান ও তাছিমা মান্নান।
প্রবাসের নারীদের সমস্যার সমাধানের অঙ্গীকারে আরও কয়েকটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটলেও মূলধারার সাথে সংযোগ রেখে নারীদের অধিকার সুরক্ষায় কাজের সংকল্প ব্যক্তকারী এটিই প্রথম সংগঠন। নিউ ইয়র্ক অঞ্চলে সর্ববৃহৎ সংগঠনের পরিচিতি লাভকারী ‘বাংলাদেশ সোসাইটি’র সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন থেকেই সক্রিয় থাকা মনিকা রায় চৌধুরীর নেতৃত্বে নতুন এ সংগঠনের প্রতি ইতিমধ্যে কমিউনিটির দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D