সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২০
|| হোসেন শহীদ মুফতি || ফটিকছড়ি (চট্টগ্রাম), ৩১ অাগস্ট ২০২০ : আমাদের ফটিকছড়িতে ভালো লাইব্রেরি-ব্যবস্থা আজ প্রায় নেই বললেই চলে। লাইব্রেরি/সামাজিক পাঠাগার গুলো সংখ্যায় দীন, এদের ব্যবস্থাপনা দুর্বল, বইয়ের মান দুঃখজনক এবং পরিবেশ বিমর্ষ। স্থানীয় সামাজিক পাঠাগার গুলোতে কিছু বই থাকলেও এগুলো তালাবদ্ধ থাকে বছরের পর বছর; অযত্ন-অবহেলায়,পাঠকের অভাবে অবশেষে বইগুলো উইঁপোকার খাদ্য হয়। ভালো বই বাড়িতে নিয়ে পড়ার সুযোগ পাঠকদের আজ নেই বললেই চলে। আর বই কেনার সামথ্যের বিষয়টিতো আছেই। এমন অবস্থা চলতে থাকলে জাতির মননশীলতা ও জ্ঞানতাত্ত্বিক ভিত্তি কী করে মজবুত হবে? এই তাগিদবোধ থেকে সায়ীদ স্যার ও পলেন সরকারের পথ ধরে ফটিকছড়িতে ( আপাতত দক্ষিন ফটিকছড়িতে) প্রতিটি বাড়ির দোরগোড়ায় পাঠককদের হাতে বই পৌঁছে দেওয়ার চিন্তা ও তাগিদবোধ থেকে একটি উন্মুক্ত ও ভ্রাম্যমান পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে এর প্রস্তুতিমূলক প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বেশ কিছু আলোকিত তরুণদের সহযোগিতায় কাজটি এগিয়ে চলছে। দক্ষিণ ফটিকছড়ি কেন্দ্রিক উৎকর্ষ কার্যক্রম ও পাঠাভ্যাস উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গড়ে তোলা হবে ভ্রাম্যমাণ লাইব্রেরি কেন্দ্র। আপনিও
আমাদের বড় মনের আলোকিত জাতি গঠনের কাজে অংশীদার হোন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D