অধিকার যখন ঝুঁকিতে তখন ঘরে থাকার সুযোগ নেই: ফারুক আহমেদ রুবেল

প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

অধিকার যখন ঝুঁকিতে তখন ঘরে থাকার সুযোগ নেই: ফারুক আহমেদ রুবেল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ০১ সেপ্টেম্বর ২০২০ : ‘অধিকার যখন ঝুঁকিতে তখন ঘরে থাকার সুযোগ নেই।’ ৮দফা দাবিতে দাবিতে সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধনে বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল একথা বলেন।

বাংলাদেশ ছাত্রমৈত্রী কর্তৃক অায়োজিত উক্ত মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েলের সঞ্চালণায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অতুলন দাস আলো, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর শাখার সভাপতি ইয়াতুন্নেসা রুমা, দপ্তর সম্পাদক হাসিদুল ইসলাম ইমরান প্রমুখ।
ফারুক আহমেদ রুবেল বলেন, ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রমৈত্রীর প্রত্যেক জেলায় ধারাবাহিক কর্মসূচী পালিত হবে। চলমান সময়ে আমাদের স্বাস্থ্যঝুঁকির অজুহাতে বিভিন্ন জেলায় কর্মসূচীর অনুমতি দেয়া হয়নি। স্বাস্থ্যঝুঁকি রয়েছে সত্য। অধিকার যখন ঝুঁকিতে তখন ঘরে থাকার সুযোগ নেই।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক শাফিউর রহমান সজীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিকুল ইসলাম, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, সদস্য সিরাজুল ইসলাম খান শিশির, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক তানভীন আহমেদ, সহসাধারণ সম্পাদক হিশাম খান ফয়সাল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ