চলতি চুক্তি বহাল রাখার কথা জানিয়েছে বিটিএ

প্রকাশিত: ৩:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

চলতি চুক্তি বহাল রাখার কথা জানিয়েছে বিটিএ

শ্রীমঙ্গল, ০৩ সেপ্টেম্বর ২০২০ : দুই বছর মেয়াদী চলতি চুক্তি বহাল রাখার কথা জানিয়ে টি এস্টেট স্টাফ এসোসিয়েশানকে চিঠি দিয়েছে বাংলাদেশীয় চা সংসদ (বিটিএ)।

বাংলাদেশীয় চা সংসদের সচিব ড. কাজী মুজাফ্ফর অাহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে অারও বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা জনিত পরিস্থিতিতে বাংলাদেশের চা শিল্প এক খুব খারাপ অবস্থার মুখোমুখি হয়েছে বলে জানানো হয়। এর প্রতি উত্তরে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশানের পক্ষ থেকেও একটি চিঠি চা সংসদ (বিটিএ)কে প্রদান করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ